চাঁদপুর সদর উপজেলায় গতকাল পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। একই দিন কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী ও রামুতে খালের পানিতে ডুবে শিশুসহ মারা গেছেন পাঁচজন। চাঁদপুরে মারা গেছেন- ফরিদপুরের লোকমানের স্ত্রী খাদিজা আক্তার (৩০) ও ছেলে আবু বকর (৭)। কক্সবাজারে মারা গেছেন- জেলার দক্ষিণ কাকারার রাশেদের ছেলে মাসুম (৫) ও তার ফুপাতো বোন প্রবাসী ছাবের আহমদের মেয়ে আসমা (৬), ইলিশিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আবদুল্লাহ হাবিব (৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। অন্য যুবকের পরিচয় জানা যায়নি। প্রতিনিধিদের খবর-
চাঁদপুর : সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে দুই ছেলেকে নিয়ে বেড়াতে আসেন খাদিজা আক্তার। গতকাল সকালে বাড়ির পুকুরে গোসলে গিয়ে পানিতে তলিয়ে যায় ছেলেরা। এর মধ্যে বড় ছেলেকে উদ্ধার করেন তিনি। পরে ছোট ছেলে আবু বকরকে উদ্ধার করার সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়।
কক্সবাজার : গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাসুম ও আসমা মাতামুহুরী নদীতে গোসলে নেমে মারা যায়। এছাড়া রামুতে খালের পানিতে ডুবে আবদুল্লাহ হাবিব (৭) ও ইয়াছিন (৬) মারা যায়। এর আগে মঙ্গলবার লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান অজ্ঞাত এক যুবক। গতকাল তার লাশ উদ্ধার করা হয়।