নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল পুলিশ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে কচুরিপানার মধ্য থেকে লাশ দুইটি উদ্ধার করে। নিহতরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ উদ্দিন (১৮) ও তোতা মিয়ার ছেলে হৃদয় সেখ (১৫)। দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, তিন দিন আগে রিয়াজ ও হৃদয় নিখোঁজ হয়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। লাশ ফুলেফেপে গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনকে হত্যার পর কচুরিপানার মধ্যে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।