পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইয়ের কিলঘুসিতে মারা গেছেন কাহারুল মুন্সী (৫৫) নামের একজন আওয়ামী লীগ নেতা। কুমল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের ফজলুল হকের ছেলে ও চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সঙ্গে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর দ্বন্দ্ব চলছিল। বুধবার রাতে কবরস্থানে মাটি ফেলা হবে এমন খবরে জীবন মুন্সী, জাহাঙ্গীর মুন্সী ও তার ছেলে আবদুল্লাহ সেখানে যান। তখন কাহারুল মুন্সীর সঙ্গে তাদের বাগবিত া হয়। একপর্যায়ে উভয় পক্ষের ধস্তাধস্তি চলতে থাকে। এ সময় কিলঘুসিতে কাহারুল মুন্সী মাটিতে লুটিয়ে পড়েন।