সিরাজগঞ্জ সদর উপজেলায় ডাকাতির সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের সদস্য আলী আশরাফকে (৩৭) গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় র্যাব সদস্যরা সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গতকাল র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আশরাফ সয়দাবাদ পুনর্বাসন একই এলাকার আবুল হোসেনের ছেলে।