পটুয়াখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নরসিংদীতে এক যুবক খুন হয়েছেন। এছাড়া শরীয়তপুর ও মানিকগঞ্জে এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী : বসতঘরে ঢুকে রিজিয়া বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার দক্ষিণ বিঘাই গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্বামী আ. খালেককে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
নরসিংদী : পলাশে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুমন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহতাবস্থায় তার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়ার বাড়ি জয়নগর গ্রামে।
শরীয়তপুর : গোসাইরহাট উপজেলার মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদী থেকে গতকাল অজ্ঞাত শিশু ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা জোয়ারের পানিতে মেঘনা নদী থেকে লাশ দুটি ভেসে এসেছে। গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
মানিকগঞ্জ : সিংগাইরে নিখোঁজের পাঁচ দিন পর আবুল হোসেন (৪৮) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিংগাইর উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রামে ভুট্ট খেত থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। আবুল হোসেন সিংগাইরের দক্ষিণ আজিমপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। ৭ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন।