পাবনার সাঁথিয়ায় বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও ৫টি পেট্রলবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার শশাদিয়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, আহত যুবকের নাম নেকবার হোসেন (৩৫)। তিনি উপজেলার আফড়া পশ্চিমপাড়া গ্রামের হোসেন সরদারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ জানায়, রাতে ওই এলাকায় পরপর ৩টি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। কয়েকজন বেরিয়ে এসে জর্দার কৌটায় লাল স্কচটেপ মোড়ানো ৬টি ককটেল ও ৫টি পেট্রলবোমা সদৃশ বস্তু দেখতে পান।