রাজশাহীর গোদাগাড়ীতে তালকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-৫ এর একটি দল উপজেলার কাউপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ওই নারী গোদাগাড়ী থানায় একটি মামলা করেন। র্যাব-৫ সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সি ওই নারীর এক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই ছিলেন। ২ মাস আগে খাইরুলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ২ মার্চ সন্ধ্যায় সরনজাই এলাকায় দেখা করতে গেলে খাইরুল তাকে ধর্ষণ করে।