জয়পুরহাটে কলেজছাত্রী (১৬) ধর্ষণ মামলায় আবদুর রহমান নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ আবদুল মোক্তাদির গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুর রহমান জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুর গ্রামের আ. হামিদের ছেলে। জানা যায়, জয়পুরহাট পৌর শহরের আরাফাত নগরের ওই শিক্ষার্থীর সঙ্গে আবদুর রহমান বন্ধুত্বের চেষ্টা করেন। একপর্যায়ে কুপ্রস্তাব দিলে মেয়েটি রাজি হয়নি। এর জেরে ২০২০ সালের ১ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে আবদুর রহমান মেয়েটিকে ধর্ষণ করেন।