রমজান উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ ট্রাকে কার্ড ছাড়াই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি তেল ও ১ কেজি ছোলা বিক্রি করছে ৪৫০ টাকায়। সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে গতকাল সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে অপেক্ষা করেন অনেকে। এ কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানান এর দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নজরুল ইসলাম।