গাজীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বিপ্রবর্থা এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। জিএমপি সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।