নেত্রকোনার মোহনগঞ্জে ক্রিকেট খেলায় ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাব্বি মিয়া (২৩) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মোহনগঞ্জের টেংগাপাড়ার সবুজ মাস্টারের ছেলে রবি মিয়া ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়া। রবিবার রাতে রাব্বির মৃত্যু হয়। ওসি আমিনুল ইসলাম বলেন, কয়েক মাস আগে রাব্বির সঙ্গে সুজন ও রবির ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়।