পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটের সার্বিক সহযোগিতায় শহরের মিলনমোড় ও বাজার স্টেশন মুক্তমঞ্চে এ কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ও সহকমিশনার ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিক্রয় কেন্দ্র থেকে সব শ্রেণির মানুষের জন্য ন্যায্যমূল্যে চিনি, ছোলা, সয়াবিন তেল, খেসারি ডাল, খেজুর ও বেসন বিক্রি করা হবে। একজন ভোক্তা দুই কেজি করে কিনতে পারবেন। এতে সাধারণ মানুষ অনেক উপকার পাবেন।