কুয়াকাটাসংলগ্ন পশ্চিম সাগর মোহনা এবং লেম্বুরবনে কোস্টগার্ড ও র্যাব অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করেছে। গতকাল কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় নিজামপুর কোস্টগার্ড স্টেশনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র্যাব বুধবার রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে ১ লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়। একই সময় লেম্বুরবনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা আরও ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন- নবী হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আবদুল নবী, ফজলে করিম, মোস্তাক আহম্মদ, আবদুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ। এরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। চক্রটি সমুদ্রপথে দীর্ঘদিন ধরে এ মাদক পাচারে জড়িত। তবে এ চক্রের মূলহোতা গ্রেপ্তার হয়নি। আটক মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।