দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে সমাবেশ করেছে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। গতকাল দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে এ প্রতিবাদ সমাবেশ হয়। জেলা শাখার সহসভাপতি মিনতি ঘোষ এতে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে। পাশাপাশি নারী-শিশুসহ সাধারণ জনগণের নিরাপত্তার দাবি জানান বক্তারা।