পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে টাস্কফোর্সের উদ্যোগে। গতকাল শহরের বড়বাজারে মুদি দোকান, মাছ বাজার, মাংস বিক্রেতা, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন দোকানে দ্রব্যের দর, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না তা তদারকি করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র। ভোক্তার সহকারী পরিচালক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।