বান্দরবানে শিশু বলাৎকারের দায়ে ওসমান (৪১) নামে এক রিকশাচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল বান্দরবান জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় ওই শিশুকে জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকার একটি রিসোর্টে নিয়ে বলাৎকার করে ওসমান।