কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি প্রচার ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আদালত প্রাঙ্গণে ক্যাম্পে গতকাল এ ঘটনা ঘটে। প্রচার ক্যাম্পের অর্ধশতাধিক চেয়ার-টেবিল ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। হামলার ভিডিও করায় একজন আইনজীবীকে মারধর এবং অন্য একজনকে লাঞ্ছিত করেন হামলাকারীরা। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।