জেলার ১৮ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভরসা ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল। জনবল ও যন্ত্রপাতি সংকটে সেখানে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছে রোগীরা। এখানে প্রতিদিন বহির্বিভাগে ৮০০-১২০০ রোগী সেবা নিতে আসেন। এ ছাড়া ওয়ার্ডে ভর্তি থাকে প্রায় ৬০০ রোগী। হাসপাতাল সূত্র জানায়, ২৫০ শয্যার হাসপাতালটি ১৫০ শয্যার জনবল নিয়ে পরিচালিত হচ্ছে। ৩০৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০৬ জন। দীর্ঘদিন ধরে মেডিসিন, শিশু, রেডিওলজি, প্যাথলজি, সার্জারি, দন্ত, চক্ষু, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ নেই। শিশু বিভাগেও রয়েছে নানা সংকট। নয়জন সিনিয়র কনসালটেন্টের বিপরীতে রয়েছেন পাঁচজন, ১২ জন জুনিয়র কনসালটেন্টের স্থলে আছেন ছয়জন। দেখা গেছে, বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত শিশুদের ভিড় বেড়েছে। কুমিল্লার গুণবতীর মরিয়ম আক্তার বলেন, মেয়ের ডাইরিয়া হয়েছে। রোগী দেখতে এখনো চিকিৎসক আসেনি, নার্স এসে দেখে গেছে। বাইরে থেকে কিনে ওষুধ খাওয়াচ্ছি। হাসপাতালের পরিচালক আরএমও ডা. আসিফ ইকবাল বলেন, ডাক্তার কম। প্রয়োজনীয় কর্মীর অভাবে হিমশিম খাচ্ছি। তিনি আরও বলেন, জনবলসহ যন্ত্রপাতি সংকটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। সমাধান পেতে আরও কিছুটা সময় প্রয়োজন।