ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবা বিক্রির টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় হামলার শিকার হয়েছে গবাদি পশুও। একই সঙ্গে বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে।
গতকাল সকাল ১১টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের কামালদিঘির পাড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফান্দাউক গ্রামের শাহজানের ছেলে রুবেল শাহ মাদকের কারবারি। একই গ্রামের আজদন মিয়ার ছেলে শাফায়েত মিয়া রুবেলের কাছ থেকে কিছু ইয়াবা কেনেন। এনিয়ে কিছুদিন পর পর পাওনাদারদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এর জেরে গত বুধবার রাত ১০টার দিকে মাদক কারবারি রুবেল শাহ ও শাফায়েতের আত্মীয় পারভেজ মিয়ার মধ্যে মাদকের টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। ওসি মো. খায়রুল আলম বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা আছে।