গাজীপুরে রাসেল ব্যাপারী (১৪) নামে এক কিশোর অটোরিকশাচালক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সবুজ মিয়া ও সাব্বির হোসেন সুজন। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়, জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আবদুল হালিম। তিনি বলেন, তাদের আদালতে নেওয়ার পর সবুজ মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তাকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
রাসেল গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর মধ্যপাড়ার মৃত কাদির ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি বিকালে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি রাসেল। পরদিন স্থানীয়রা তার লাশ বনের মধ্যে দেখতে পায়। পরে পুলিশের অভিযানে সন্দেহভাজন খোকনের বাড়ি থেকে রাসেলের চুরি যাওয়া অটোরিকশার কন্ট্রোলার, মোটর ও ব্যাটারি উদ্ধার করা হয়। সহযোগী সবুজ মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় সবুজ-কালো রঙের তিন চাকার অটোরিকশার মূল বডি। অটোরিকশার বডি দেখে শনাক্ত করে নিহত রাসেলের স্বজনরা।