গোপালগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তার কাজ শেষ না করেই বিল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপসহকারী পরিচালক আল-আমিন হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় পিআইও আরিফুল ইসলাম চেয়ারম্যান আলী আহম্মেদ শেখ ও মেম্বর কবির তালুকদারকে আসামি করা হয়েছে।