মাগুরার শ্রীপুর উপজেলার বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকু ী গ্রামের ভেজালের মোড়ে ঘটনা এ ঘটে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ ইদ্রিস আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের সোনাইকু ী গ্রামে ৩ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা দেওয়ার সময় বিএনপি নেতা নান্টু (৪০) ও আলাম মোল্যার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। আহত পূর্বল (৩৫), লিটন (৩০), রহিম শেখ (৪০), সজল শেখ (২৫), সবুর (৪০), নান্টুকে (৫০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আলাম মোল্যা শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্বাস উদ্দীন গ্রুপের সমর্থক। নান্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বদরুল আলম হিরো সমর্থক।