চাঁদপুরে গতকাল টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বেকারি সামগ্রী তৈরি করায় আনন্দ বেকারিকে ২০ হাজার এবং রুটির মেয়াদ না থাকায় মালেশিয়ান কফি হাউসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এমন অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।