বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় আরমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন বসিলা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। ভাকুর্তা ইউনিয়নের সন্নাসী পাড়া সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় গতকাল বিকালে লাশটি পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরমান মোহাম্মদপুরের আদাবর থানাধীন সুনিবির হাউসিংয়ের বাবুল মিয়ার ছেলে। তিনি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যানের কাজ করতেন। স্বজনরা জানান, চার দিন ধরে আরমান নিখোঁজ ছিল। আদাবর থানায় এ বিষয়ে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। গতকাল নদীতে লাশ পাওয়া গেছে এমন খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে আরমানের লাশ শনাক্ত করি। আরমানকে খুন করা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।