সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন প্রস্তাবিত ও চলমান প্রকল্পের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ পাউবোর হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনূর আলম খান, শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মজিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল মামুন প্রমুখ। এ সময় সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান ও উপবিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা উপস্থিত ছিলেন।