চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল হত্যাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার রেজাউল করিম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলো- রাজশাহীর রকি, জনি, জুয়েল ও নওগাঁর সানোয়ার হোসেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের লাকফর হালদার। ১৫ ফেব্রুয়ারি ঝিলিম ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।