বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুতায়িত হয়ে বুলবুল আহম্মেদ সরকার (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত বুলবুল কামালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি সুতানারা গ্রামের সাইফুল ইসলাম সরকারের ছেলে। মৃতের পরিবার ও স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে বুলবুল তার বাড়ির পাশে বোরো ধানের জমিতে শ্যালো মেশিনে পানি দিতে গিয়েছিলেন। এ সময় একটি মাছ পুকুর থেকে লাফিয়ে জমির আইলে ওঠে। মাছটি ধরতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলম বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।