পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের দহপাড়া গ্রামে। অভিযুক্ত মোজাফফর আলী দহপাড়া গ্রামের নাসির হোসেনের ছেলে ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য। ভুক্তভোগী পরিবার জানায়, দহপাড়া গ্রামের শ্রী জয়দেব চন্দ্রের কোনো ছেলে নেই। জয়দেব ২০২০ সালে মারা যান। মৃত্যুর পর তার সৎকারের জন্য টাকা প্রয়োজন হলে স্ত্রী অনিমা রানী বসতভিটার জমি বিক্রির সিদ্ধান্ত নেন। তখন জয়দেবের বড় মেয়ে পঞ্চমী রানী ও ছোট মেয়ে সুমি মায়ের কাছ থেকে ১৮ শতাংশ জমি নগদ আড়াই লাখ টাকায় কিনেন। এরপর দীর্ঘদিন দুই বোন মাকে নিয়ে বসবাস করে আসছিলেন। গত শুক্রবার সকালে তারা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সামনে মোজাফফর হোসেনসহ কিছু লোক বেড়া দিয়েছেন।
অনিমা রানী বলেন, স্বামীর সৎকারের জন্য দুই মেয়ের কাছে ১৮ শতাংশ জায়গা বিক্রি করি। সেই জায়গার ওপর বেড়া দিয়ে আমাদের বন্দি করে রেখেছেন। অভিযুক্ত ইউপি সদস্য বলেন, আমি কাগজপত্র যাচাইবাছাই করে জয়দেব চন্দ্রের ভাতিজা স্বপনের কাছ থেকে জায়গাটা কিনেছিলাম। কিছুদিন আগে আমার কেনা জায়গা গদাই রূপসী গ্রামের মনির হোসেনের কাছে বিক্রি করি। মনিরের শ্বশুরবাড়ির লোকজন এসে এখানে বেড়া দিয়েছেন। স্বপন বলেন, আমার বাবার পক্ষ থেকে পাওয়া জমি মেম্বারের কাছে বিক্রি করেছি। মেম্বার কার কাছে বিক্রি করেছেন সেটা তার ব্যাপার। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।