ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে খননযন্ত্র দিয়ে মাটি-বালু তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের নদীর পাড়ে গতকাল এ মানববন্ধন হয়। শশই গ্রামের লোকজন ব্যানার, প্লেকার্ড নিয়ে জড়ো হন। মানববন্ধনে বক্তারা বলেন, খননযন্ত্রের সাহায্যে বালু-মাটি তোলায় কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, বালু তোলা বন্ধে গ্রামবাসী কোনো আবেদন বা লিখিত অভিযোগ দেয়নি।