হবিগঞ্জে অভিনব পন্থায় বালুর নিচে লুকিয়ে রাখা ৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চাইরগাঁও আবদাপুটিয়া এলাকা থেকে এসব চিনি ও পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে ডিবি। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই রিপন সিংহ এ তথ্য জানান। তিনি বলেন, এসব চিনি শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় বস্তায় ঢুকিয়ে পাচার করছিল চক্রটি।