ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ছয়জন। প্রতিনিধিদের খবর-
ফেনী : কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় হৃদয় (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
পিরোজপুর : নাজিরপুর উপজেলায় বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহাবুব মোল্লা (৩৫) ও ইয়াত মোল্লা (১৫)।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল সন্ধ্যায় অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- নাইম (২৫) ও সজীব (২৩)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
গোপালগঞ্জ : মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
নাটোর : বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ও অন্য এক ট্রাকের সংঘর্ষে চালক নাহিদ হোসেন (৩০) নিহত হয়েছেন।
কুষ্টিয়া : দৌলতপুরে ইটভর্তি ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আহত ফায়জুল করিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।