শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ও কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল ইউরোটেক্স নিটওয়্যার কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এতে শহরে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে চাষাঢ়া এলাকাসংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন সমাধানের আশ্বাস দিলে তারা চলে যান। শ্রমিকরা জানান, তারা বিভিন্ন দইবতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। বহিরাগত লোকজন কারখানা ভাঙচুর করেছেন। শ্রমিকদের হয়রানি করতে ২৭ শ্রমিককে চাকরিচ্যুত ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ইউরোটেক্স নিটওয়্যারের সুইং অপারেটর মিঠু চন্দ্র দাস বলেন, কিছুদিন আগে আন্দোলন হয়েছিল। ওই কারণে শ্রমিকদের নামে মামলা হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। মাস্তানদের দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনো দেয়নি।
ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ভাঙচুরের ঘটনায় গার্মেন্ট কর্তৃপক্ষ ফতুল্লা থানায় মামলা করে।
ওই মামলা প্রত্যাহার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যারের শ্রমিকরা বিশৃঙ্খলা করে আসছিলেন। তাদের বিশৃঙ্খলার কারণে মালিক পক্ষ মামলা করে।