চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বরে এবার চারটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। গতকাল যৌথবাহিনীর তল্লাশি অভিযান চলাকালে এগুলো পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার দুটি শক্তিশালী বোমার সন্ধান মেলে কেরু চত্বরে। র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা সেগুলোর নিষ্ক্রিয় করে। দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, বৃহস্পতিবার ও শনিবার কেরু চত্বরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা পাওয়া যায়। রবিবার দুপুরে আঙিনায় তল্লাশি চালায় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সমন্বয়ে যৌথবাহিনী। দুপুর ২টার দিকে চত্বরের পশ্চিম পাশের সীমানা পাচিল থেকে চারটি লাল টেপ মোড়ানো বস্তু উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।