চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে ইউসুফ পাটোয়ারী নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই ইব্রাহিম পাটোয়ারী। সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মিয়ার বাজার এলাকায় গতকাল এ ঘটনাটি ঘটে। নিহত ইউছুফ ওই এলাকার কলিম উল্লাহ্ পাটোয়ারীর ছোট ছেলে। ঘটনায় জড়িত মাইনুদ্দিন, তার ছেলে রঞ্জন ও স্ত্রী খাদেজাকে পুলিশ আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। প্রায়ই বাড়ির গাছ কাটা, পুকুর ব্যবহার করাসহ নানা বিষয়ে বাগ্বিতণ্ডা হতো।