লালমনিরহাটে মাল্টাবাগানে ফাঁকা জায়গায় বাঁধাকপি চাষ করে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা সজীব। তার বাগানে একসঙ্গে শোভা পাচ্ছে মাল্টাগাছ ও বাঁধাকপি। বাঁধাকপির ভালো ফলন হওয়ায় বাড়তি আয়ের সুযোগ হয়েছে তার। সজীবের বাড়ি হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে। তার সফলতা দেখে এলাকার অনেকের মধ্যে আগ্রহ বেড়েছে যৌথ বাগান করার। উদ্যোক্তা বলেন, পড়াশোনার পাশাপাশি বাড়ির ৮০ শতক জমিতে করি মাল্টাবাগান। মাল্টাবাগানের আগাছা পরিষ্কার করতে অনেক খরচ যায়। কৃষি বিভাগের পরামর্শে বাগানের ফাঁকে ফাঁকে লাগাই বাঁধাকপি চারা। এতে আগাছা যেমন কম হচ্ছে তেমনি বাঁধাকপি বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। আগামীতে মাল্টাবাগানে বস্তায় আদা চাষের পরিকল্পনা রয়েছে।