উচ্চ আদালতের আদেশে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য। গতকাল দুপুরে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ। শুক্রবার বিকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, সদর থানায় দায়ের হওয়া অপর একটি হত্যাচেষ্টা মামলায় মাহফুজা খানম লিপিকে ফের গ্রেপ্তার করা হয়েছে।