অসচ্ছল ৫০ জন প্রসূতিকে গর্ভকালীন ১০ মাস ধরে বিনামূল্যে গরুর দুধ দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। ‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এ প্রতিপাদ্যে জেলার বদলগাছীতে অসচ্ছল ৫০ জনকে বিনামূল্যে গরুর দুধ দেওয়া হয়েছে। বদলগাছী উপজেলার পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার বিকালে এ গরুর দুধ বিতরণ করেন।