কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ জন সুফলভোগীর মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৮৬টি এলাকা ও চরাঞ্চলে সমন্বিত প্রকল্পের আওতায় গতকাল এগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রতিজন সুফলভোগীকে দুটি ছাগল ও একটি করে ছাগলের ঘর বিতরণ করা হয়। ইউএনও রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. বয়জার রহমান।