কুড়িগ্রামের রাজারহাটে ঘরে তালাবদ্ধ অবস্থায় আগুনে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে তার নানা বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব এলাকার আবদুল হান্নানের বাড়িতে রেখে বাবা-মা ঢাকায় চাকরি করেন। আইরিন নাজিমখাঁন ডাংঘাট এলাকার আল-আমিনের মেয়ে। রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কদমের তল এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাতে আইরিনকে ঘরে রেখে তার নানাবাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে ঘরের চারটি কক্ষ ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় আইরিন মারা যায়। রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।