তারাগঞ্জে ভাষার মাস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। উপজেলার এসকে মডেল স্কুলে গত বৃহস্পতিবার এ আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার শপথ নেয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবাবা আদনীন, দ্বিতীয় অষ্টম শ্রেণির আওসাফ বিন আরিফ এবং তৃতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণির আল মুনতাকিম মুগ্ধ।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ সাদিকুল ইসলাম বলেন, ‘আজ আমরা স্বাধীন দেশে বাংলা ভাষায় মন খুলে কথা বলতে পারছি, এর জন্য অনেকের বুকের তাজা রক্ত ঝরেছে। কত মায়ের বুক খালি হয়েছে।