গাজরের বাম্পার ফলন হয়েছে উত্তরের জেলা নওগাঁর মান্দা উপজেলায়। পরিশ্রম ও খরচ কম, উৎপাদন বেশি এবং ভালো দাম পাওয়ায় গাজর চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। চলতি মৌসুমে মান্দায় প্রায় ৬০০ বিঘা জমিতে গাজর আবাদ হয়েছে। উৎপাদনের সম্ভাবনা রয়েছে ৭২ হাজার মণ। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এবার নওগাঁয় বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও বেশ। জেলায় এ বছর ২৭০ হেক্টর জমিতে গাজর চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে ১৫ মেট্রিক টন। শুধু মান্দা উপজেলা থেকেই সাড়ে ৩ কোটি টাকার গাজর বিক্রি হবে আশা কৃষি বিভাগের। উপজেলার বিলকরিল্যা গ্রামের কৃষক হানিফ উদ্দিন ম-ল বলেন, এবার ১৫ বিঘা জমিতে গাজর চাষ করেছি। হালচাষ, সার, বীজ, কীটনাশক ও পরিচর্যাসহ প্রতি বিঘায় খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। বিঘাপ্রতি উৎপাদন হয়েছে ১৩০ থেকে ১৪০ মণ। খরচ বাদে প্রতি বিঘায় ৪০-৪৫ হাজার লাভ থাকবে।
কুশুম্বা গ্রামের নিজাম উদ্দিন বলে, গত বছর তিনি ছয় বিঘা জমিতে গাজর চাষ করে লাভবান হয়েছিলেন। সেই আশা থেকে এ বছর বাড়তি ৯ বিঘাসহ মোট ১৫ বিঘা জমিতে গাজর আবাদ করেছেন।