নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার গাড়ফা মাদরাসা মোড়ে গতকাল এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ফা মাদরাসা মোড়ে ওই এলাকার আবদুল জব্বারের ছেলে তোজাম্মেল হকের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। চান্দাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইমদাদুল হক এবং তার ভাই যুবদল সহসভাপতি বিভিন্ন সময়ে তোজাম্মেল হকের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। গতকালও তারা ২ লাখ টাকা চাঁদা চান। তিনি দিতে অস্বীকৃতি জানালে আরও লোকজন নিয়ে তারা তোজাম্মেলকে এলোপাতাড়ি মারধর করেন। অভিযুক্ত ইমদাদুল হক বলেন, ব্যবসায়িক বিষয় নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে।