নেত্রকোনায় জনপ্রিয়তা পাচ্ছে ফুল চাষ। অন্যের বাগানে কাজ করা অনেকে নিজ এলাকায় গড়ে তুলেছেন গোলাপের বাগান। স্থানীয় দোকানিরাও বাড়তি খরচ ছাড়াই নিজ এলাকা থেকে সংগ্রহ করছেন ফুল।
সরেজমিন দেখা যায়, ধানের পাশেই ফুলের বাগান। প্রতিটি গাছে ফুটেছে লাল গোলাপ। ফুল ঘিরে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামাররাড়ি) উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, জেলায় এক সময়ে ফুল আবাদ হতো একেবারেই কম। তবে এটি লাভজনক পেশা। এখন অনেকে ফুল চাষে এগিয়ে আসছেন। আমরা গোলাপ বাগান পরিদর্শন করেছি। ধান চাষের পাশাপাশি ফুলসহ অন্য ফসল আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদের।