রাজবাড়ীর বালিয়াকান্দিতে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বহরপুর বাজারে এই আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।