ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হয়েছে। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল এ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবুল বাশার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির এবং কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আবদুল জাব্বার। শামীম নূর ইসলাম ও মফিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, কাজী নজরুল ইসলাম খাদেম, আমির মোহাম্মদ গোলাম ফারুক, মাহিমুর রহমান প্রমুখ।
এদিকে ২০ বছর পর জামায়াতে ইসলামী নবীনগর পৌরসভা ও উপজেলা শাখার কর্মী সম্মেলন হয়েছে।