কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরার নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। উভয় পক্ষের ১২টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কসবা গ্রামে মন্টু কাজী গ্রুপের সঙ্গে আদালত প্রামাণিক গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। কাজী গ্রুপের লোকজন চাষাবাদের পাশাপাশি পদ্মা নদীতে মাছ ধরার কাজ করেন। তাদের বেশকিছু ডিঙি নৌকা রাখা হয়েছে। গতকাল দুপুরে প্রামাণিক গ্রুপের সালাম কাজী পাঁচটি নৌকার তলা ছিদ্র করছিলেন। তখন সালামকে ধরে কিছুক্ষণ আটকে রাখার পরে ছেড়ে দেন কাজী গ্রুপের লোকজন। পরে সালাম তার লোকজন নিয়ে কাজী পাড়ায় এলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। বেশকিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বিকালে কসবা গ্রামে দেখা যায়, গ্রামের মোড়েমোড়ে পুলিশের টহল। দুই পক্ষের লোকজন পৃথক স্থানে জড়ো হয়ে আছেন। উভয় পক্ষের বেশকিছু বাড়িতে ভাঙচুরের ক্ষত। কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, মাছ ধরা নৌকা ছিদ্র করা নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।