গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার বারিষাব ইউনিয়নের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। গতকাল সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার এসআই আবদুল হালিম। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটি চালু করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। অন্যদিকে গতকাল দুপুরে কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শাকিল (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃতু্যু হয়েছে।