বগুড়ায় বিএনপি নেতার হামলায় যুবদল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, গাজীপুর ও কক্সবাজারে খুন হয়েছেন চারজন। প্রতিনিধিদের খবর-
বগুড়া : সোনাতলায় বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) মারা গেছেন। তিনি সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিকালে মৃত্যু হয় তার। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে রাশেদুলের ওপর হামলায় হয়। এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে পাকুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হান্নান বাটালু ও তার সহযোগীদের চার-পাঁচটি বাড়ি ভাঙচুর করেছেন বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় নাসিমা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। উপজেলার আনন্দপুর গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। নাসিমা ওই গ্রামের মিজান মোল্লার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার ও অভিযুক্ত ছেলে সিয়ামকে আটক করেছে।
গাজীপুর : সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকায় গজারি বনের ভিতর থেকে গতকাল ভোরে রাসেল বেপারী (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল রুদ্রপুর মধ্যপাড়া এলাকার মৃত কাদির বেপারীর ছেলে।
কুমিল্লা : দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে বিরোধ থমাতে যাওয়া হাবিব তালুকদার (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা-দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের গফুর বাসিন্দা। এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে গতকাল দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার : চকরিয়া উপজেলায় পারিবারিক ঝগড়ায় ভাতিজার হাতে চাচা মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নিহত হয়েছেন। বদরখালী ইউনিয়নের ফুলতলায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।