নাটোরে মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে প্রদীপ দত্ত নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা টাস্ক ফোর্সের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদ উত্তীর্ণ ৩০ বস্তা ইরাকি খেজুর জব্দ করা হয়। গতকাল সদর উপজেলার মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ। সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।