দিনাজপুরের কাহারোলে নামাজরত এক কিশোরীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগে শাহিনুর আলম আসিফ নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল আদালতে পাঠানো হয়েছে, জানান কাহারোল থানার ওসি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাহারোল উপজেলার দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই কিশোরী দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আটক শাহিনুর আলম আসিফ (১৮) কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে নামাজ পড়ছিল ১৫ বছর বয়সি মেয়ে। এ সময় তার বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় শাহিনুর আলম আসিফ। থানায় বিষয়টি জানানো হলে কাহারোল পুলিশ ৪ ঘণ্টার মধ্যে রাত ১২টার দিকে তাকে আটক করতে সক্ষম হয়। কাহারোল থানার ওসি পরিদর্শক রুহুল আমিন জানান, মেয়েটিকে প্রায় উত্ত্যক্ত করত আসিফ।
বুধবার দিবাগত রাতে মেয়েটির বাড়িতে গিয়ে এ ঘটনা ঘটায় সে। ওই কিশোরীর বাবা বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা করেছেন।